বিবাগী পুরুষ
- দেওয়ান মমিনুল মউজদীন---এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়
০৫-০৬-২০২৩

তোমার শিকড় আছে, আছে প্রিয় জোসনার বাঁধন
আমি তো বন্ধনহীন হয়তো-বা শিকড়বিহীন
আমার অস্তিত্ব জুড়ে শুন্যতার অসীম স্তব্ধতা
দূর অরন্যের দীর্ঘশ্বাস 
আমি কাকে পরাব বন্ধন ?

শিকড়ের সন্ধানে যার কাটে দিন
কুড়িয়ে মাটির গন্ধ মেখে দেবো তার স্নিগ্ধ চুলে !

আমি তো সংসারছেঁড়া পথের মানুষ
জন্ম জন্ম কেটে গেল হাহাকার বুকে
যে আমাকে দিয়েছিল অন্ধকারে
আলোকিত ঘরের খবর
আমি তাকে করেছি বিবাগী ।

আমাকে দিও না কেউ বন্ধনের মায়া
তার বুকে জ্বলে উঠবে চিতার আগুন ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।