বিরহ
- দেওয়ান মমিনুল মউজদীন---এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়
০১-০৬-২০২৩

এখন সন্ধ্যা, হৃদয় বন্ধ্যা
যেই তুমি চলে গেলে
যত ছিলো সুখ রাঙা কিংশুক
নিয়ে গেলে অঞ্চলে ।

রোদ্রের ফণা বৃষ্টির কণা
হয়ে ঝরে যার চোখে
সে এখন দূরে রাতের শরীরে
খোঁজে তার দয়িতকে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।