প্রশ্ন
- দেওয়ান মমিনুল মউজদীন---এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়
০২-০৬-২০২৩

আমি বললাম, ও মেঘ তোমার ঠোঁটের মধ্যে কী ?
মেঘ বললো , তোমার চিঠি বয়ে বেড়াচ্ছি ।

আমি বললাম, নদী তুমি কেন তরঙ্গিত ?
নদী বললো , তোমার স্বভাব ছাড়তে পারিনি তো ।

আমি বললাম, জোসনা তুমি অন্ধকারের ভুল ?
জোসনা বললো, তোমার প্রেমের শিশিরসিক্ত ফুল ।

আমি বললাম, শস্য তোমার সবুজ জামা কার ?
শস্য বললো , একটি মেয়ের প্রিয় অলঙ্কার ।

আমি বললাম , মেয়ে, তোমার ওই চোখে কী আঁকা ?
বললো মেয়ে , তাও বোঝনি তোমার ওড়ার পাখা ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

ওয়াহিদ
০৮-০৮-২০২৩ ২৩:০৫ মিঃ

সুন্দর