শুধু ভালোবাসা
- দেওয়ান মমিনুল মউজদীন---এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়
০৪-০৬-২০২৩

তোমাকে ভালোবাসা ছাড়া
আমার আর কী কাজ আছে বলো ?
বোশেখের বৃষ্টি আটকে থাকুক
কালো মেঘের মতো মেঘের পকেটে 
আমি তবু বলবো , তোমাকে ভালোবাসি 

আষাঢ়ের কদম গন্ধ না ছড়াক 
সবুজ পাতাগুলো ছিন্নভিন্ন হয়ে যাক
আমি তবু বলবো , তোমাকে ভালোবাসি

বঙ্গোপসাগরের প্রবল জলোচ্ছ্বাসে 
ভেসে যাক বিস্তীর্ণ ভূভাগ
পালক ভাঙা পাখির হাহাকারে
ভরে যাক আদিগন্ত আকাশ
তবু আমি বলবো , তোমাকে ভালোবাসি

বুকের ব-দ্বীপে ঘরবাঁধা সেই দুরন্ত কিশোরী
স্টপেজহীন ট্রেনের চাকার তলে পিষ্ট হয়ে যাক
তবু আমি বলবো, তোমাকে ভালোবাসি

তোমাকে ভালোবাসা ছাড়া
আমার আর কী কাজ আছে বলো ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।