যাকে আমি কোনোদিন
- দেওয়ান মমিনুল মউজদীন---এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়
০২-০৬-২০২৩

যাকে আমি কোনোদিন ভালোবেসে করিনি আপন
সে এসেও ফিরে গেছে
অমল কৈশোর তাকে ডাকেনি কখনো
উদ্দাম যৌবন তাকে স্বপ্নাতুর চোখে
করেনি স্পন্দিত
পায়ের আওয়াজ তার ফিরে গেছে দূরগামী
স্টিমারের মতো ।

ফ্যাকাসে সূর্যের নিচে কয়েক বছর পরে
তার সাথে দেখা
কী নিঃসঙ্গতায় ডুবে আছে তার রাত্রি 
দিন, শূন্য ব্যথিত হৃদয় , মনে হয় কৃষ্ণপক্ষের এক
থমথমে আকাশ যেন করুণ চিবুকে
ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাকে আবার কখনো
মনে হয় কালবোশেখের তাড়া খাওয়া পাখি
পড়ে আছে পত্রহীন নির্জন বনের ধারে একা ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।