অচল স্মৃতি
- রবীন্দ্রনাথ ঠাকুর---সোনার তরী
০৬-০৬-২০২৩

আমার হৃদয়ভূমি-মাঝখানে
       জাগিয়া রয়েছে নিতি
  অচল ধবল শৈল-সমান          
   একটি অচল স্মৃতি।
   প্রতিদিন ঘিরি ঘিরি
   সে নীরব হিমগিরি  
আমার দিবস আমার রজনী
       আসিছে যেতেছে ফিরি।
যেখানে চরণ রেখেছে সে মোর
       মর্ম গভীরতম--
উন্নত শির রয়েছে তুলিয়া
     সকল উচ্চে মম।
মোর কল্পনা শত
    রঙিন মেঘের মতো
তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে,
    সোহাগে হতেছে নত।
আমার শ্যামল তরুলতাগুলি
     ফুলপল্লবভারে
সরস কোমল বাহুবেষ্টনে
   বাঁধিতে চাহিছে তারে।
শিখর গগনলীন
    দুর্গম জনহীন,
বাসনাবিহগ একেলা সেথায়
   ধাইছে রাত্রিদিন।
চারি দিকে তার কত আসা-যাওয়া,
     কত গীত, কত কথা--
মাঝখানে শুধু ধ্যানের মতন
      নিশ্চল নীরবতা।
দূরে গেলে তবু, একা
     সে শিখর যায় দেখা--
চিত্তগগনে আঁকা থাকে তার
    নিত্য-নীহার-রেখা।
 
 
  উড্‌ ফীল্‌ড্‌। সিমলা  ১১ অগ্রহায়ণ  ১৩০০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।