একি অমঙ্গল
- পূর্ণেন্দু পত্রী---আমাদের তুমুল হৈ-হল্লা
০৪-০৬-২০২৩

তোমার হাতে ছুঁচ-সুতোটি
আমার হাতে ফুল 
দেখতে পেয়েই আকাশ জুড়ে হিংসা হুলুস্থুল। 
তোমার হাতে রঙের বাটি
আমার হাতে তুলি 
দেখতে পেয়েই শুকনো মড়া চোখে জ্বালায় চুলি।
তোমার হাতে ধান-দুর্বো 
আমার হাতে শাঁখ 
দেখতে পেয়েই আকাশ চিরে শকুন পাড়ে হাঁক।
তোমার হাতে জলের ঘাট 
আমার ঠোঁটে জল 
দেখতে পেয়েই দৈববাণী: এ কি অমঙ্গল!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।