নারী ৫
- তসলিমা নাসরিন---শিকড়ে বিপুল ক্ষুধা
০৬-০৬-২০২৩

তিনকূলে কেউ নেই, ডাঙর হয়েই মেয়ে টের পেয়ে যায়
অভাবের হিংস্র দাঁত জীবন কামড়ে ধরে ছিঁড়েখুঁড়ে খায়।
যুবতী শরীর দেখে গৃহিনীরা সাধ করে ডাকে না বিপদ
বেসুমার খিদে পেটে, নিয়তি দেখিয়েদেয় নারীকে বিপথ।
দুয়ারে ভিক্ষার হাত বাড়ায়ে বেকার নারী তবু বেঁচে থাকে
স্টেশনে কাচারি পেলে গুটিশুটি শুয়ে পড়ে মানুষের ফাঁকে
এইসব লক্ষ করে ধরিবাজ পুরুষেরা মুখ টিপে হাসে
দেখাতে ভাতের লোভ আঁধার নিভৃতে তারা ফন্দি এঁটে আসে।
তিনকূলে কেউ নেই, কোথাও কিছুই নেই, স্বপ্ন শুধু ভাত
শরমের মাথা খেয়ে এভাবেই ধরে নারীদালালের হাত।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 7টি মন্তব্য এসেছে।

দজিয়েব
১৫-০৪-২০২০ ১১:০৭ মিঃ

নাসরিনের গদ্য নারীবাদকে যা ফোঁটাতে পেরেছে, কবিতা পেরেছে তারচেয়ে সহস্র গুণ।

Subrata Bhattacharjee
১৪-০৪-২০২০ ২০:৩৯ মিঃ

একটি অনবদ্য কবিতা

পাপিয়া চ্যাটার্জী
২৯-০৫-২০১৭ ০৮:২১ মিঃ

দারুন লেখা।

সাজ সরওয়ার
২৭-০৫-২০১৭ ২০:৫৮ মিঃ

দারুণ লেখা। শুভেচ্ছা

আলী হাফিজ
২০-০১-২০১৬ ০০:১৯ মিঃ

B-)

সাইফুল ইসলাম সাইফ
০৪-০১-২০১৬ ১০:২৮ মিঃ

স্বপ্ন শুধু ভাত
শরমের মাথা খেয়ে এভাবেই ধরে
নারীদালালের হাত।

চরম বাস্তব কথা

সাইফুল ইসলাম সাইফ
০৪-০১-২০১৬ ১০:২৭ মিঃ

স্বপ্ন শুধু ভাত
শরমের মাথা খেয়ে এভাবেই ধরে
নারীদালালের হাত।