যতো দুঃখ দেবে
- মহাদেব সাহা---কোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ
০৫-০৬-২০২৩

তোমরা আঘাত দেবে আমি গোলাপ ফোটাবো
তোমরা দুঃখ দেবে আমি কেন দুঃখে গানও গাইবো না?
যতোই আগাত দেবে ততোই ফোটাবো আমি ফুল
ততোই দুহাতে আমি মাখবো এই আকাশের আলো।
আমাকে দুঃখ দেবে আমি আরো লিখবো কবিতা
আমাকে আঘাত দেবে আমি আরো যোগ্য হবো তাই,
আমাকে জ্বালাবে যতো আমিততো পুড়ে হবো খাঁটি
দুঃখের দীর্ঘ পথ আমি ঠিকই পাড়ি দেবো।
ভেবো না দুঃখ দিলে আমি কোনো ফুল ফোটাবো না
বেবো না আগাত দিলে আমি কোনো কবিতা লিখবো না,
আমাকে দুঃখ দেবে আমি তাতে পরাস্ত হবো না
যতো দুঃখ দেবে আমি ততো লিখবো কবিতা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।