বুকের মধ্যে চোরাবালি
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী---খোলা মুঠি
০৬-০৬-২০২৩

অন্ধকারের মধ্যে পরামর্শ করে
গাছগাছালি,
আজ এই রাত্রে কার ভাল আর
মন্দ কার।
হাওয়ার ঠাণ্ডা আঙুল গিয়ে স্পর্শ করে
ঠিক যেখানে
বুকের মধ্যে নদী, নদীর বুকের মধ্যে
চোরাবালি।
স্রোতের টানে
আশিরনখ শিউরে ওঠে অন্ধকার।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

নবরুপা খান
০৯-০১-২০১৯ ১৭:১১ মিঃ

অসাধারণ কবিতা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী