না
- মুহম্মদ জাফর ইকবাল---ভয় কিংবা ভালোবাসা
০৬-০৬-২০২৩

কিছুতেই রাজি নয় বল বাবাজি
নারাজি নারাজি নারাজি।
হাত থেকে দান নেই বল দেখি চান
নাদান নাদান নাদান।
কোনভাবে খুশি নয় বল চেপে রোশ
নাখোশ নাখোশ নাখোশ।
একেবারে পাক নয় বল দিয়ে হাঁক
নাপাক নাপাক নাপাক।
কিছুতেই ছাড়ে না যে বল দিয়ে জোর
নাছোড় নাছোড় নাছোড়।
এতটুকু টক নয় বল ঠকাঠক
নাটক নাটক নাটক। 

(বেকুবের ধাড়ী দেখি! কী বলে এসব?)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

এস.এম. আরিফ
২৫-১১-২০১৬ ২৩:২৯ মিঃ

হা হা ..হা কথা তো ঠিকই!

ওমায়ের আহমেদ শাওন
২৮-০৯-২০১৬ ১৫:১৭ মিঃ

কি সব আউয়া-ফাউয়া.............???