অভাগার কাহিনী
- মুহম্মদ জাফর ইকবাল---ভয় কিংবা ভালোবাসা
০৫-০৬-২০২৩

১ লা থাকি একলা শুই
নিজের কাপড় নিজেই ২
খাটাখাটনি রাত্রি ৩
সঙ্গী খালি মুড়ির টিন। 
চেষ্টা করি বাঁ ৪
পাছ দিয়ে সব পাচার।
বাইরে গেলে চান্দি ৬
এতো বেয়াদপ কেমনে হয়?
ঝগড়া করিস আমার ৭
ভাগ ব্যাটা তুই জলদি ৮
মাঝে মাঝে লাগে ভয়
কেউ দেখি আর মানুষ ৯
সবার মাঝেই অসন্তোষ
যত ১০ এই নন্দঘোষ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

বিদায় বেলা
১৯-১২-২০১৮ ০৩:৩৮ মিঃ

দারুণ