ভালোবাসা
- মুহম্মদ জাফর ইকবাল---ভয় কিংবা ভালোবাসা
০৬-০৬-২০২৩

যাদের আছে টাকা
সবাইকে দিতে তাদের পকেট হল ফাঁকা।

আমার কিছুই নেই
কেমন করে কাউকে কিছু দেই?
শুধু জানি বুকের ভিতর ঠাসা
আছে শুধু সলিড ভালোবাসা।

সেখান থেকে তোমায় দিলাম কিছু
যখন তুমি হেঁটে এলে আমার পিছু পিছু।
পথের পাশে ছোট মেয়েটা বিক্রি করে ফুল
তাকেও কিছু দিতে হল হয়নি কোনো ভুল।

বুকের থেকে ভালোবাসা খাবলা দিয়ে নেই
ছোট ভাইটা দুষ্টু ভারি তাকে কিছু দেই।
মা’কে দিলাম আঁচলখানা ভরে
বাবার জন্য ঢেলে দিলাম রইল যেটুক পড়ে।

ভেবেছিলাম দিয়ে থুয়ে সবই বুঝি যাবে
ভালোবাসা খুঁজলে পরে আর কিছু কই পাবে?
কিন্তু দেখো অবাক ব্যাপার কতো
যত দিচ্ছি কমছে না তো,বাড়তে থাকে তত!

বুকের ভেতর এক্কেবারে ঠাসা
নূতন করে জমা হল সলিড ভালোবাসা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 10টি মন্তব্য এসেছে।

শাকিল আহমেদ জয়
৩১-০৭-২০১৯ ১৬:১১ মিঃ

H D

KHALID MOSHAROF
২৬-০৬-২০১৭ ০১:১২ মিঃ

মজার কবিতা

শাহিন আলম
৩০-০১-২০১৭ ০৪:২১ মিঃ

অসাধারণ

মোঃ মেহেদী হাসান তারেক
১৮-০১-২০১৭ ০৭:২৯ মিঃ

সত্যিই অনেক সুন্দর

ফাইয়াজ ইসলাম ফাহিম
১৭-০১-২০১৭ ২১:০৪ মিঃ

অসাধারণ!

সোহেল আহমদ
০৪-০১-২০১৭ ২২:২১ মিঃ

আধুনিক রীতির কথামালায় অনেক সুন্দর বিষয় ফুটে উঠেছে।

শাহিন আলম
৩১-১২-২০১৬ ১৬:১১ মিঃ

valobasa chara bechey takar kuno mane nei to

শাওন আহমেদ
১৮-১২-২০১৬ ১৫:৪৪ মিঃ

আসলেই তাই,পৃথীবিটাই,এমন।

শ্রী সুজন চন্দ্র র্শমা
২১-০৯-২০১৬ ১৯:৫৪ মিঃ

আসলে গরিব হলেও সবার হৃদয়ে ভালোবাসা সমান।হৃদয় যাকে ভালোবাসে তার কাছে অতুলনীয় কবিতা এটি।

সাইফুল ইসলাম সাইফ
২৮-০৫-২০১৬ ১৯:১৮ মিঃ

bah nice