বাক বাক্‌ কুম পায়রা
- রোকনুজ্জামান খান---ছোটদের আবৃত্তি
০৬-০৬-২০২৩

বাক বাক্‌ কুম পায়রা
মাথায় দিয়ে টায়রা
বউ সাজবে কাল কি
চড়বে সোনার পালকি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 7টি মন্তব্য এসেছে।

মোঃআব্দুল্লাহ্ আল মামুন
২৫-০৩-২০১৭ ১০:২৭ মিঃ

একখান কবিতা দিলেন।।তাও সম্পূর্ণ দিতে
পারলেন না।।

মোঃআব্দুল্লাহ্ আল মামুন
২৫-০৩-২০১৭ ১০:২৭ মিঃ

বাক বাকুম পায়রা
রোকনুজ্জামান খান
বাক্ বাক্ কুম পায়রা
মাথায় দিয়ে টায়রা
বউ সাজবে কালকি?
চড়বে সোনার পালকি?
পালকি চলে ভিন গাঁ-
ছয় বেহারার তিন পা।
পায়রা ডাকে বাকুম বাক্
তিন বেহারার মাথায় টাক।
বাক্ বাকুম কুম্ বাক্ বাকুম
ছয় বেহারার নামলো ঘুম।
থামলো তাদের হুকুম হাঁক
পায়রা ডাকে বাকুম্ বাক্।
ছয় বেহারা হুমড়ি খায়
পায়রা উড়ে কোথায় যায়?

মোঃআব্দুল্লাহ্ আল মামুন
২৫-০৩-২০১৭ ১০:২৫ মিঃ

রোকনুজ্জামান খান
বাক্ বাক্ কুম
বাক্ বাক্ কুম পায়রা
মাথায় দিয়ে টায়রা
বউ সাজবে কাল কি?
চড়বে সোনার পালকি?
পালকি চলে ভিন গাঁ -
ছয় বেহারার তিন পা।
পায়রা ডাকে বাকুম বাক্
তিন বেহারার মাথায় টাক।
বাক্ বাকুম কুম্ বাক্ বাকুম
ছয় বেহারার নামলো ঘুম।
থামলো তাদের হুকুম হাঁক
পায়রা ডাকে বাকুম্ বাক্।
ছয় বেহারা হুমড়ি খায়
পায়রা উড়ে কোথায় যায়

মোঃআব্দুল্লাহ্ আল মামুন
০৮-০৩-২০১৭ ২০:৩৪ মিঃ

Dilip Chaudhuri Dipi
দুঃখজনক হলেও সত্য,
কবিরাই এখন কবিতা পড়ে না
, শুধু পড়াতে চায় তাদের কবিতা।
বাঙালির মতো এতো বেশী কবি আর কোথাও আছে কিনা জানি না?


এটা একজন উপন্যাসিকের বিখ্যাত উক্তি ।।।
তবে আমরা যে কৃপন ,,,গ্রহন করতে চাই না।

সেটাই এ কথার প্রমান।।এ দেশের মানুষ গুলো

কি এমন ই।।।

ওমায়ের আহমেদ শাওন
২৬-০২-২০১৭ ১১:২৯ মিঃ

একটা ছড়া লিখে ছড়াকার না হয়ে খ্যাতিমান কবি.......? হে- হে- হে হো- হো- হো...!!!

আবদুল্লা আল ফয়সাল
২৬-১০-২০১৬ ১৭:০৯ মিঃ

ভাই মাত্র একটি কবিতা কেন? আরো কবিতা চাই।

মোঃ আজিজুল ইসলাম
২৬-১১-২০১৫ ১৪:৫১ মিঃ

সেই বউ আসলে ঘরে
সুখের ধারা পড়বে ঝড়ে।