এই তো ছিলাম শিশু
- হুমায়ুন আজাদ---সংকলিত (হুমায়ুন আজাদ)
০৩-০৬-২০২৩

এই তো ছিলাম শিশু এই তো ছিলাম বালক

এই তো ইস্কুল থেকে ফিরলাম এই তো পাখির পালক
কুড়িয়ে আনলাম এই তো মাঘের দুপুরে
বাসা ভাঙলাম শালিকের সাঁতরিয়ে এলাম পুকুরে
এই তো পাড়লাম কুল এই তো ফিরলাম মেলা থেকে
এই তো পেলাম ভয় তেঁতুলতলায় এক সাদাবউ দেখে
এই তো নবম থেকে উঠলাম দশম শ্রেণীতে
এই তো রাখলাম হাত কিশোরীর দীঘল বেণীতে
এই তো নিলাম তার ঠোঁট থেকে রজনীগন্ধা ।
এরই মাঝে এতো বেলা ? নামলো সন্ধ্যা ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

নীল কমল
০৭-০৪-২০১৫ ০৩:৫৬ মিঃ

আজাদ স্যারের কবিতা মানেই মায়াজাল ভরা জীবনের প্রতিচ্ছবি