চরিত্র
- তসলিমা নাসরিন---সংকলিত (তসলিমা নাসরিন)
০৬-০৬-২০২৩

তুমি মেয়ে,
তুমি খুব ভাল করে মনে রেখো
তুমি যখন ঘরের চৌকাঠ ডিঙোবে
লোকে তোমাকে আড়চোখে দেখবে।
তুমি যখন গলি ধরে হাঁটতে থাকবে
লোকে তোমার পিছু নেবে, শিস দেবে।
তুমি যখন গলি পেরিয়ে বড় রাস্তায় উঠবে
লোকে তোমাকে চরিত্রহীন বলে গাল দেবে।
যদি তুমি অপদার্থ হও
তুমি পিছু ফিরবে
আর তা না হলে
যেভাবে যাচ্ছ, যাবে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মুক্ত মন
০৭-০৩-২০১৪ ২১:২২ মিঃ

এ কবিতাটি আরো অনেক মেয়ের মতই আমাকেও বাড়ির বাইরে মাথা উঁচু করে আত্মবিশ্বাসী পদচারনা শিখিয়েছে কৈশোরের 'নিষিদ্ধ বয়সে' । আজীবন ঋনী থাকব তসলিমার এই ক'টি লাইনের কাছে ।