সিঁড়ি
- সুকান্ত ভট্টাচার্য---ছাড়পত্র
০৬-০৬-২০২৩

আমরা সিঁড়ি,
তোমরা আমাদের মাড়িয়ে
প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও,
তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে;
তোমাদের পদধূলিধন্য আমাদের বুক
পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন।

তোমরাও তা জানো,
তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত
ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে
আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে
তোমাদের গর্বোদ্ধত, অত্যাচারী পদধ্বনি।

তবুও আমরা জানি,
চিরকাল আর পৃথিবীর কাছে
চাপা থাকবে না।
আমাদের দেহে তোমাদের এই পদাঘাত।
আর সম্রাট হুমায়ুনের মতো
একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

ওয়াহিদ
০৮-০৮-২০২৩ ২২:০৮ মিঃ

পড়লাম।

মোঃ মুসা ইসলাম শুভ
২৩-১০-২০১৯ ২১:০৭ মিঃ

দুঃখিত ভুল কমেন্টস

মোঃ মুসা ইসলাম শুভ
২৩-১০-২০১৯ ২১:০৭ মিঃ

শুভ জন্মদিন কবি। শ্রদ্ধা ।