আমার মাথা নত করে দাও হে তোমার
- রবীন্দ্রনাথ ঠাকুর---গীতাঞ্জলি
০৬-০৬-২০২৩

আমার মাথা নত করে দাও হে তোমার
                     চরণধুলার তলে ।
          সকল অহংকার হে আমার
                     ডুবাও চোখের জলে ।
                            নিজেরে করিতে গৌরব দান
                            নিজেরে কেবলই করি অপমান,
                            আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া
                                       ঘুরে মরি পলে পলে ।
                            সকল অহংকার হে আমার
                                       ডুবাও চোখের জলে ।

          আমারে না যেন করি প্রচার
                      আমার আপন কাজে ;
          তোমারি ইচ্ছা করো হে পূর্ণ
                      আমার জীবন-মাঝে ।
                            যাচি হে তোমার চরম শান্তি
                            পরানে তোমার পরম কান্তি
                            আমারে আড়াল করিয়া দাঁড়াও
                                        হৃদয়পদ্মদলে ।
                            সকল অহংকার হে আমার
                                        ডুবাও চোখের জলে ।

রবীন্দ্র রচনাবলী (পশ্চিমবঙ্গ সরকার শতবার্ষিকী সং) খণ্ড ২, পৃ ২১৫ থেকে সংগৃহীত । গীতবিতানে বানান (অহ্ঙ্কার, চরমশান্তি, পরমকান্তি) এবং পঙ্‌ক্তিবিন্যাস সামান্য আলাদা ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।