চলে যাওয়া মানে প্রস্থান নয়
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ---সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ)
০৬-০৬-২০২৩

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-
জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
সবাইকে
অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!
এমনি করে সবাই যাবে, যেতে হবে…

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 29টি মন্তব্য এসেছে।

ওয়াহিদ
০৮-০৮-২০২৩ ২১:৫৭ মিঃ

দারুণ

আরিফ খান
১৩-০৪-২০২০ ১৮:০১ মিঃ

অসাধারণ

ফয়জুল মহী
২০-১২-২০১৯ ১৩:৩১ মিঃ

Excellent

শাবলু শাহাবউদ্দিন
০৩-১০-২০১৯ ২২:৪৪ মিঃ

https://banglasahittos.blogspot.com/2019/09/blog-post_44.html?m=1
লেখালেখি করে আয় করতে এখানে ক্লিক করুন

শাহীন আহমেদ
২৮-০৬-২০১৯ ১৩:৪৯ মিঃ

অসাধারণ ! আমার পছন্দের একটি কবিতা।

মুজতাহিদ বিল্লাহ্
১৮-০৩-২০১৯ ১৪:০৪ মিঃ

এ গ্রহের মায়া আঁকড়ে ধরে আছে আমাদের, নাকি আমাদেরই ছাড়তে বিতৃষ্ণা।

মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
২৭-০২-২০১৯ ০০:০৭ মিঃ

ছায়া মানবী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন



ছায়া মানবী তুমি।
কেন ভাবনাতে এসেছিলে?
কেন মায়া বাড়িয়ে দিলে?


মায়া বাড়িয়ে লাভ কি বল?
লাভ আছে কি তোমার?
দুংখ দিয়ে মনে।
স্বপ্ন দেখিয়ে কি সুখ নাও তুমি
কি সুখ খোঁজ স্বপ্নে এসে?



ছায়া মানবী
তোমাকে দেখার স্বাদ ছিল কি?
কল্পনাতে তবে কেন ?
বাস্তবতাতে তুমি কোথায়?



তুমি কি শুধুই স্বপ্ন?
নাকি ইথারের মত ছোয়া যায় না।
দৃষ্টির অগোচরে থাকো কি তুমি?
অনুভবে কল্পনাতে মিশে থাকো শুধু


কেন এই মিথ্যা খেলা ।
অবহেলার ছায়ামানবী ।

বিদায় বেলা
২৯-১১-২০১৮ ০২:৫৪ মিঃ

সুন্দর

শামছুজ্জামান রাজু
৩১-১০-২০১৮ ১৯:৩১ মিঃ

সুন্দর ছন্দ। "সেহনাই" শব্দটি সঠিক বানান হবে " সানাই "

Mr. Amit
০৭-১০-২০১৮ ২৩:০৮ মিঃ

অনেক সুন্দর কবিতা

মোঃ আলাল ইসলাম
০৭-১০-২০১৮ ০১:৩৯ মিঃ

অসাধারণ

ইয়াকুব আহসান
১৫-০৭-২০১৮ ১৩:৫৬ মিঃ

ভালো লাগা রেখে গেলাম

মোঃ সাকিবুল ইসলাম
০৩-০৪-২০১৮ ২৩:০২ মিঃ

রুদ্র মানেই অসাধারণ

অনিমেষ বিশ্বাস
২৮-০৩-২০১৮ ১৮:০৩ মিঃ

রুদ্র দা স্বাধীনতা উত্তর বাংলাদেশের সেরা কবি।আমি গর্বিত আমি উনার পাশের গাঁয়ে জন্মেছি।প্রতি বছর রুদ্র মেলাতে যেতে পারি না তবে চেষ্টা থাকে সবসময় ।

হোসাইন মুহম্মদ কবির
১৮-০৩-২০১৮ ২৩:৫৩ মিঃ

সত্যি যেতে হবে

ফারহীন হক ন্যান্সি
১৬-১২-২০১৭ ০০:৫৯ মিঃ

চলে যাওয়া মানে প্রস্থান নয়।এটি রুদ্র চলে গিয়ে প্রমানন করেছেন।

Amio Dhara
১৫-১২-২০১৭ ০৬:৫৮ মিঃ

কী অসাধারন কবিতা!! দারুণ বলিষ্ঠ। মুগ্ধপাঠ

দ্বীপ সরকার
২০-০৮-২০১৭ ১১:৫৪ মিঃ

ভালো লেগেছে।

ফাইয়াজ ইসলাম ফাহিম
০৭-০৮-২০১৭ ১২:৫৪ মিঃ

হুমমমম

pijush kanti das
১১-০৫-২০১৭ ২২:২৬ মিঃ

পরম সত্য কে কতো সুন্দর ভাবে বললেন ।

রিয়াজুল হাসান রাজু
০১-০৫-২০১৭ ১৫:৪৬ মিঃ

One of the best poems of bengali literature 8-)

আরিফুল হক
১৭-০৪-২০১৭ ১৩:২৯ মিঃ

এত শক্তি নিয়ে জন্মেছিলেন!! আহা আর যদি কিছুদিন থাকতেন!! আহা!

মোঃআব্দুল্লাহ্ আল মামুন
০৮-০৩-২০১৭ ২০:৩৬ মিঃ

Dilip Chaudhuri Dipi
দুঃখজনক হলেও সত্য,
কবিরাই এখন কবিতা পড়ে না
, শুধু পড়াতে চায় তাদের কবিতা।
বাঙালির মতো এতো বেশী কবি আর কোথাও আছে কিনা জানি না?
এটা একজন উপন্যাসিকের বিখ্যাত উক্তি ।।।
তবে আমরা যে কৃপন ,,,গ্রহন করতে চাই না।
সেটাই এ কথার প্রমান।।এ দেশের মানুষ গুলো
কি এমন ই।।।

আমাদের গ্রহন করা উচিত,,,

এমন মহান কবিদের কবিতা থেকে।।
যা পাই তা ই ।।

ওমায়ের আহমেদ শাওন
২২-০৯-২০১৬ ১৫:৪৫ মিঃ

খুব ভালো কবিতা.....................!!!!!!!!!!!!!!

shanto baidya
০৮-০৯-২০১৫ ০৯:১৫ মিঃ

Nice bro...

জরীফ উদ্দীন
১৮-০৮-২০১৫ ১৪:৪২ মিঃ

আমরা সবাই একই পথের যাত্রী

আলী হাফিজ
০১-০৭-২০১৫ ০০:২২ মিঃ

Darun!

আহমাদ মাগফুর
২৯-০৪-২০১৫ ০৬:৩৭ মিঃ

তুমিতো ঠিকই চলে গেলে। প্রস্থানও করলে!

আল মামুন মাহবুব আলম
০৫-০৪-২০১৫ ২২:৫৫ মিঃ

কবিতাটি অপূর্ব।