নিঃসঙ্গতা
- আবুল হাসান---সংকলিত (আবুল হাসান)
০৬-০৬-২০২৩

অতটুকু চায়নি বালিকা !
অত শোভা, অত স্বাধীনতা !
চেয়েছিলো আরো কিছু কম,
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিলো
মা বকুক, বাবা তার বেদনা দেখুক !
অতটুকু চায়নি বালিকা !
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম !
চেয়েছিলো আরো কিছু কম !
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিলো
একটি পুরুষ তাকে বলুক রমণী ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

শাকিল আহমেদ জয়
০৭-০৮-২০১৯ ১৩:২৯ মিঃ

Great

ওমায়ের আহমেদ শাওন
২৩-০৫-২০১৭ ২১:১৭ মিঃ

বালিকা তোমার স্বাদই যে আমাকে স্বাদ নিতে শেখায়..............!!!

মোঃআব্দুল্লাহ্ আল মামুন
০৮-০৩-২০১৭ ০৮:৫৭ মিঃ

মন ছুয়ে যায়।।