শ্রমিক মালিক বিধাতা
- মোদাচ্ছের হোসেন ২৯-০৩-২০২৪

দুনিয়ার মজদুর- এক হও, লড়াই করো!
দুনিয়ার শোষিত- এক হও, লড়াই করো!
শোষকের কালো হাত- ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও!
আমাদের দাবি, আমাদের দাবি- মানতে হবে, মানতে হবে!
শ্রমের ন্যায্যমূল্য- দিতে হবে, দিতে হবে!

শুনে শুনে মালিক চোখ রাঙায়
এসি রুমে বসে টেবিল চাপড়ে গলা হাকায়
বড্ড বাড় বেড়েছে হারামির দল!
মুজুরির কথা বলবি, হীনকন্ঠে বল!
ব্যবসা পেঁতেছি ব্যবসা করতে, পুঁজি দিয়েছে কে, তোর বাপ?
একটি কানাকড়িও পাবি না তোরা, আমার কথা সাঁফ!
দিতে যদি হয় দেবো, তোদেরকে কেন দেবো?
অস্ত্র হাতে বোমারু ভাতিজারা করে ত্রাস
নিমিষেই তোদের করবে বিনাশ
দিতে হয় তাদেরকেই দেবো!

দিতে যদি হয় দেবো, তোদেরকে কেন দেবো?
সরকারের আছে শান্তি কায়েমী বাহিনী
গুম-খুন-ধর্ষণ তাদের আরো আছে কত কাহিনী
বুলেট-বুট-লাঠি-টেয়ারসেল চালায় অকৃপণ
আরো আছে জলকামান, নিমিষেই হবি রে দমন
দিতে হয় তাদেরকেই দেবো!

দুনিয়ার মজদুর- এক হও, লড়াই করো!
দুনিয়ার শোষিত- এক হও, লড়াই করো!
শোষকের কালো হাত- ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও!
আমাদের দাবি, আমাদের দাবি- মানতে হবে, মানতে হবে!
শ্রমের ন্যাষ্যমূল্য- দিতে হবে, দিতে হবে!

কাঠ ফাঁটা রোদে গলা ফাঁটায় শ্রমিক
ন্যায্য দাবীর কথা শুনে নাকো মালিক
হায় বিধাতা! হায় বিধাতা! বিধাতা কোথায় আছে?
পরম-দয়াময়-পালনকর্তা তবে কি সব মিছে?
হায় বিধাতা! হায় বিধাতা! বিধাতা নেই জানি
থাকে যদি তব ন্যায়ের ঢঙ্কা কেন বাঁজেনি?
এ পৃথিবীর যাকিছু, গড়েছে মানুষ, মানুষের শ্রমে হয়েছে সব
মানুষ-ই সৃষ্টি করেছে মানুষের রব।
বিধাতা কিছুই গড়েনি, বিধাতাই ওদের গড়া
ওদের স্বপ্ন বুনে বুনে ক্ষয়ে ক্ষয়ে শ্রমিকের জীবন সারা।

24.09.2014\

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

AbuSufianRussel
০৩-০৩-২০১৫ ২২:০০ মিঃ

সুন্দর বাস্তববাদী একটি কবিতা, অসাধারন

AbuSufianRussel
০৩-০৩-২০১৫ ২২:০০ মিঃ

সুন্দর বাস্তববাদী একটি কবিতা, অসাধারন

Masudrana
০৩-০৩-২০১৫ ০০:৪৩ মিঃ

চমৎকার লেখনী