স্পাটার্কাস
- মোদাচ্ছের হোসেন ২৪-০৪-২০২৪

স্পাটার্কাস মানে দাস
স্পাটার্কাস মানে মানুষ
স্পাটার্কাস মানে বিপ্লবী
স্পাটার্কাস মানে বিপ্লব

বিপ্লবী মরে না
বিপ্লব কখনই মরে না, মরতে পারে না
এগিয়ে চলে অভিষ্ট লক্ষ্যে
এগিয়ে চলতেই থাকে সবসময়
বিপ্লব বাধাগ্রস্ত হয়, থেমে যায় না
বিপ্লব আহত হয়, মরে যায় না
এই দ্রুব সত্য এই পৃথিবী জানে
পৃথিবীর মানুষ জানে, অমানুষরাও জানে

মানুষ গড়েছে এই ধরা, গড়েছে সভ্যতা
বিপ্লব ভেঙ্গেছে কড়া, নিশ্চুপ সদা বিধাতা
অমানুষ পরায় মানুষের পায়ে দাসত্বের শিকল
মানুষের রক্ত শুষে পুঁজিপতি হয় সবল
দাসত্বের ঘানি টেনে বুকের রক্ত ঝড়ে যত
বিপ্লবী কভু করেনি মাথা নত
পোষাকী সাজে সেজেছো তুমি, সভ্য তুমি নও
সভ্যতা গড়েছে দাস, অসভ্য যারে কও
এগুচ্ছে পৃথিবী বদলেছে সভ্যতা
দাস অলংকৃত হয়েছে শ্রমিক নামে যথা
বদলায়নি শোষণ, বদলেছে ধরণ
মুক্তির জন্য মানুষ মৃত্যূকে করে বরণ
তবু, মানুষ থেকে যায় আজন্ম দাস
আজও আমি শুনতে পাই মুক্তির ডাক দিচ্ছে স্পাটার্কাস
মরতে মরতে দৃঢ় কন্ঠে বলছে স্পাটার্কাস
আমি আসবো, আবার আসবো, লক্ষ কোটি হয়ে ফিরে আসবো
আমি আসবো, আবার আসবো, লক্ষ কোটি হয়ে ফিরে আসবো
আমি আসবো, আবার আসবো, লক্ষ কোটি হয়ে ফিরে আসবো
ফিরে আসে স্পাটার্কাস
কালে কালে ফিরে আসে স্পাটার্কাস
মুক্তির ডাক দেয়
বন্ধুত্বের ডাক দেয়
স্বাধীনতার ডাক দেয়
মুক্তি, বন্ধুত্ব, স্বাধীনতা
বিপ্লবী সোচ্চার হয়
বিপ্লব এগিয়ে চলে অন্তহীন পথে, অভিষ্ঠ লক্ষ্যে
একটি সুন্দর পৃথিবী গড়তে
যেখানে থাকবেনা কোন মনিব অথবা দাস
থাকবে শুধু মানুষ
থাকবে না কোন শোষক অথবা শোষিত
থাকবে শুধু মানুষ, মানুষ আর মানুষ

১১.১২.২০১৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

MURAD777
০৩-০৩-২০১৫ ০৯:২২ মিঃ

স্যালুট কবিকে