স্বাধীনতা তুমি
- জুনায়েদ বি. রাহমান - অপ্রকাশিত (শেষের ডায়রী) ১৯-০৪-২০২৪

স্বাধীনতা তুমি,
সাধারনের কণ্ঠে ধ্বনিত মুক্তির গান;
স্বাধীনতা তুমি,
শাষণ-শোষণ অত্যাচারের অবসান।
স্বাধীনতা তুমি,
অজস্র শ্রোতার সম্মুখে কবির রুঢকণ্ঠে আবৃতি করা কবিতার পঙক্তি।
- "এবারের সংরাম স্বাধীনতার সংরাম।
এবারের সংরাম মুক্তির সংরাম...."
স্বাধীনতা তুমি,
লক্ষ প্রাণের রক্তে অর্জিত বাঙ্গালী জাতির চিরমুক্তি।
স্বাধীনতা তুমি,
পদ্মা,মেঘনা যমুনার জলে তাজা রক্তের মিশ্রণ;
ওদের কাছ থেকে কেড়ে এনেছি তোমায় মোরা দূর করেছি শোষণ।

হে স্বাধীনতা,
তুমি আছ বলে বিশ্বদ্বারে মাথা উঁচু করে আছি মোরা দাড়িয়ে;
ফের দিতে হয় দেব প্রাণ
তবু গাইব তব জয়গান;
কভু তোমার সম্মান
হতে দেব না ম্লান;
যেতে দেবনা তোমায় হারিয়ে।
কোটি জনতার বুকে লাল সাবুজ চাদর মুড়িয়ে রয়েছ তুমি জড়িয়ে।
তব পরশে ধন্য মোরা তাই গাই তোমার গান;
তুমি মোদের প্রাণে
কাব্য-কবিতা গানে;
চিরকাল রবে অম্লান।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

kobitapagolkobir
২৬-০৬-২০১৫ ২৩:৪৯ মিঃ

দারুণ প্রকাশ