পর্যটক
- এস এম খায়রুল বাসার ২০-০৪-২০২৪

পর্যটক, থাম একবার।
ভাব, গন্তব্য তোমার।
কোথা হতে এসেছ, যাবে কোথা?
ধরার রূপে মোহিত
নাচিছো ধেঁই-ধেঁই
এই বুঝি সবকিছু, এই সব শেষ।
পদার্থের নেই ক্ষয়, নেই নাশ
আছে রুপান্তর- পরিবর্তন,
আছে অবিনাশী চক্র জীবনের।
তুমি শুধু ভূমিকম্পে বিধ্বস্ত
নেপালে বিদেশি পর্যটক।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।