গাঁ মাটি ও মানুষ
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২৬-০৪-২০২৪

বিশ্বজুড়ে খেলাঘর মোর, গাঁয়ের শীতল ছায়া,
হিজলি বট, অশ্বত্থ গাছের মমতা মাখা মায়া।

জোড়াদিঘি তার দুই পাড়ে, তাল খেজুরের সারি,
কুকুরগুলো পাড়ে এসে তার, করে কভু মারামারি।

আম কাঁঠালের বনে কোকিল, কুহু স্বরে গান গায়,
দিগন্তে লাল সুর্য লুকায়, তেঁতুল গাছের শাখায়।

পাড়ার মাঠে ভিড় জমায়, মোর গাঁয়ের যত ছেলে,
কানামাছি, হা ডু ডু আর, রোজ ফুটবল খেলে।

গায়ের মাঝে জোড়া বটতলা, রবিবারে হাট বসে,
পথের পাশে চায়ের দোকান, চা খেতে সবে আসে।

গাঁয়ের শেষে মদের দোকান, রাতে সেথা ভিড় জমে,
নেশার ঘোরে চোখ দুটো লাল, তবুও নেশা না কমে।

চণ্ডীতলার আটচালা ঘরে, শুনি রামায়ণ গান,
ভোরের বেলায় পাখিরা গায়, রাত হলে অবসান।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।