বর্ষার কবিতা-7
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ১৭-০৪-২০২৪

দুরন্ত বর্ষা নেমেছে আজিকে
আঁধার কালো রাতি,
দুর্যোগ ভরা বর্ষা রজনী
আজিকে আমার সাথী।

চাঁদ নেই আকাশে তাই
রাতি জোছনা হারা,
আঁধার ভরা রাতের আকাশে
দেখি না চাঁদ ও তারা।

ঝম ঝমা ঝম বৃষ্টি ঝরে
রাতি কালো আঁধার,
বিজলী চমকায় আকাশে
মেঘেরা ছাড়ে হুংকার।

অশনি ভরা বিদ্যুত নিয়ে
খেলিছে মেঘের দল,
নদীর বুকে প্রবল ঢেউয়ে
নাচিছে জোয়ারের জল।

বর্ষার জলে মেতে ওঠে নদী,
সাগরপানে ছুটে চলে।
এপার ওপার দুইপারে গ্রাম
ভাসে প্লাবনের জলে।

দুর্যোগ ভরা বর্ষার রাতে
প্রিয়া মোর কাছে নাই,
আজি দুর্দিনে, কেমনে আমি
প্রিয়ারে কাছে পাই?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।