আমাদের এই গ্রামে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার লেখা কবিতা ২৪-০৪-২০২৪

ভোরের বেলা পাখিরা ডাকে, সূয্যি ওঠার আগে,
পূব আকাশে লাল সুয্যিটাকে, দেখতে ভালো লাগে।
সোনার আলোয় ঝলমলিয়ে ,রোদ উঠেছে হেসে,
পাঠশালাতে শিশুরা সব, জোরে পড়ছে বসে বসে।

আদুল গায়ে যাচ্ছে মাঠে, মোর গাঁয়ের চাষী ভাই,
কাস্তে হাতে মেঠো পথে, সে ধান কাটতে যায়।
ছাগল ভেড়া চরে বেড়ায়, ধান খেতের আলে,
ময়না শালিক নেচে বেড়ায়, গাছের ডালে ডালে।

কলসী কাঁখে গাঁয়ের বধূ, জল নিয়ে যায় ঘরে,
গোয়ালাপাড়ার গোরুবাছুর, গাঁয়ের ডাঙায় চরে।
দিনের শেষে, পড়ে আসে বেলা, সূয্যি ডুবে যায়,
সাঁঝের তারা উঠল ফুটে, নীল আকাশের গায়।

জোছনা রাতে চাঁদ হাসে, এই সুন্দর ধরাধামে,
রাত্রি গভীর, ঘুমায় পাড়া, আমাদের এই গ্রামে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।