মোদের এই গ্রাম
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার লেখা কবিতা ২০-০৪-২০২৪

ঐ যে দূরে, নদীর ধারে,
ছোট্ট মোদের গ্রাম।
সেই গাঁয়েতে জন্ম আমার,
সেই গাঁ আমার প্রাণ।

ছোট ছোট ছেলে, সকাল হলে
রোজ পাঠশালাতে যায়।
গাঁয়ের রাখাল, নিয়ে গরুপাল,
মাঠে মাঠে গরু চরায়।

ছোট ছোট ফুল, ফুটেছে কত,
ফুল-বাগানের মাঝে।
মধুকর করে, মধু আহরণ
প্রত্যহ সকাল-সাঁঝে।

ছোট গাঁয়ে, ছোট ছোট ঘর
অশ্বত্থ ও তেঁতুল গাছ।
কাজলা দিঘিতে, জেলেরা সবে
প্রতিদিন ধরে মাছ।

গাঁয়ের তাঁতিরা, সারাদিন বুনে
ধূতি, গামছা, শাড়ি।
গাঁয়ের কুমোর, মাটি দিয়ে গড়ে
মাটির কলসি হাঁড়ি।

ময়রা মুদি, অতি ভোরে উঠি
মিষ্টি ও সন্দেশ বানায়,
গাঁয়ের কামার, কামার শালায়,
দিনরাত হাতুড়ি চালায়।

আমার গাঁয়ে, দিনের শেষে
সাঁঝের আঁধার নামে,
রাতের আকাশে, জোছনা হাসে,
ক্লান্ত নিঃঝুম গ্রামে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।