স্বগতোক্তি
- অরুণ কারফা ২০-০৪-২০২৪

জীবন খাতায় কিছু পাতায়
স্তূপীকৃত নীরবতায়
সাম্য প্রতিষ্ঠার নৈতিক দায়িত্ব;
ধামাচাপা দিয়ে আমরা ভাবি
হবে’ই তা যা অবশ্যম্ভাবী
এটাই বোধ হয় ধ্রুব সত্য।
একবার কি ভাবি নিজেদের দ্বারা
যা যা সম্ভব করতে পারা
করলে পরে তার কিয়দংশ;
বদলে দিয়ে সমাজের ধারা
ক্ষমতা পেয়ে সর্বহারা
বৈষম্য কে করত ধ্বংস।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।