কবিতার খিদে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার লেখা কবিতা ২০-০৪-২০২৪

চাল, চিনি, কয়লা, কেরোসিন,
বাড়ছে দাম দিনের পর দিন।
পয়সা নাই, তাই জীবন অচল,
অচল পয়সা হবে কবে সচল?

উর্বর মস্তিষ্কে তাই বিকৃত যন্ত্রণা;
দুঃখ দুর্দশা, রোগ-শোক, বিরহ বেদনা।
হে মানব! কতদিন সইবে জীবন-যন্ত্রণা,
মোছ অশ্রু, তুমি আর কাঁদো না।

জীবন নাটকের নই আমি নাট্যকার,
কবি আমি, আজ মুর্ত্ত যুগ-যন্ত্রণার।
আমি ক্ষুধার্ত, খিদে পায় মোর কবিতার,
আমার কবিতা, খিদে মেটায় সবাকার।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।