বর্ষ বিদায় (এ বছরের শেষ কবিতা)
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ ২৫-০৪-২০২৪

এ বছর যাবে চলে, আজকের পরে,
স্মৃতি পটে রয়ে যাবে চিরদিন তরে।
এ বছরে কি পেলাম? পুরিল না আশা,
হৃদয়েতে জমা কত, বিষাদের ভাষা।

রাত্রিশেষে বর্ষশেষ, হইবে যখন,
নতুন প্রভাতে সূর্য, ছড়াবে কিরণ।
বৃক্ষ শাখে বিহঙ্গম, করিবে কূজন,
বিহগের কলতানে, ভরিবে ভুবন।

প্রবহমানা তটিনী, বহিছে যেমনি,
স্রোতস্বিনী নদীধারা, বহিবে তেমনি।
বর্তমান বর্ষশেষ, আজি মধ্যরাতে,
বার্তা বিনিময় হবে, সবাকার সাথে।

বিদায়ের অশ্রুজলে, বর্ষ শেষ হয়,
বর্ষে বর্ষে, নব বর্ষে, প্রফুল্ল হৃদয়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।