ছোট কবিতা
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ ২০-০৪-২০২৪

ছোট ছোট শিশু আর ছোট ছোট ফুল,
ছোটরাও বড়োদের, হয় সমতুল।
ছোট ছোট কচিপাতা, নব কিশলয়,
ক্রমে ক্রমে পর্ণ রূপে পরিণত হয়।

ছোট ছোট দিঘি আর ছোট ছোট মাছ,
গাছে পরিণত হয়, ছোট চারাগাছ।
ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু ঘাম,
ছোট ছোট প্রজাপতি, দেখিতে সুঠাম।

ছোট ছোট মোর গাঁয়ে, ছোট ছোট পাখি,
ছোট ছোট নদীগুলো, চলে আঁকি বাঁকি।
ছোট ছোট তারা হাসে, আকাশের গায়ে,
ছোট সরু গলি পথ, আমাদের গাঁয়ে।

ছোট ছোট দেশ গড়ে, বড় মহাদেশ,
ছোট হয়ে মেনে চলো, বড়োর আদেশ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।