আসুক নতুন ভোর
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ ১৯-০৪-২০২৪

দিকে দিকে আজ, ঝরিছে রক্ত, ঝরুক রক্ত অঝোর,
রুদ্ধ দুয়ারে, মনের সকালে, এবার আসুক নতুন ভোর।

খুনোখুনি আজ, মানুষে মানুষে, দেশ ভরে গেছে হিংসায়,
জননী কাঁদিছে, পড়িয়া ধূলায়, হয়েছে আজি সে অসহায়।
জোর করে হায়, যারা কেড়ে খায়, ক্ষুধাতুর শিশুর আহার,
হাসিছে তারা, দিকে দিকে আজ, দেশজুড়ে শুনি হাহাকার।

দিকে দিকে আজ, ঝরিছে রক্ত, ঝরুক রক্ত অঝোর,
রুদ্ধ দুয়ারে, মনের সকালে, এবার আসুক নতুন ভোর।

ভুবন মাঝারে, কুরুক্ষেত্রের, শুনি ক্রন্দন রোল আজ,
বঙ্গললনা, সেজেছে বিধবা, ফেলিয়াছে খুলি সাজ।
কলির দুঃশাসন, করিছে প্রতিদিন, দ্রৌপদীর বস্ত্রহরণ,
আকাশে বাতাসে, শুধু ভেসে আসে, সতীনারীর ক্রন্দন।

দিকে দিকে আজ, ঝরিছে রক্ত, ঝরুক রক্ত অঝোর,
রুদ্ধ দুয়ারে, মনের সকালে, এবার আসুক নতুন ভোর।

সতীনারীর লজ্জাসম্ভ্রম, কাড়িছে বঙ্গে দানব এসে,
করিছে তারা, সীতারে হরণ, ভাল মানুষের বেশে।
নারীর দুচোখে, ঝরিছে অশ্রু, হারায়েছে নিজ সন্তান।
ভালবাসার, মিলনবাসরে, কিশোরী করিছে বিষপান।

দিকে দিকে আজ, ঝরিছে রক্ত, ঝরুক রক্ত অঝোর,
রুদ্ধ দুয়ারে, মনের সকালে, এবার আসুক নতুন ভোর।

মোছ আঁখিজল, জেগে ওঠো নারী, আগুন জ্বলুক চোখে,
দুহাতে ধরো, শানিত ত্রিশূল, ভীরুতাকে পিছনে রেখে।
দিকে দিকে আজ, জেগেছে নারীরা, শুনি তার আহ্বান।
রমণীর জাতি, জননীর জাতি, গাহি তাদের জয়গান।

দিকে দিকে আজ, ঝরিছে রক্ত, ঝরুক রক্ত অঝোর,
রুদ্ধ দুয়ারে, মনের সকালে, এবার আসুক নতুন ভোর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।