আমাদের ছোটনদী
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ ২৪-০৪-২০২৪

আমাদের ছোটনদী, চলে আপন মনে,
দুইধারে ময়না শালিক, ওড়ে কাশবনে।
নৌকা বালিতে বাঁধা, সরু বালুচরে।
ছেলেরা গামছা বেঁয়ে, পুঁটি মাছ ধরে।

এপার ওপার গ্রাম, মাঝে নদী বয়,
বৈশাখ মাসে তার, হাঁটু জল হয়।
গরু নিয়ে পার হয়, গাঁয়ের রাখাল,
জেলে মাছ ধরে নিয়ে, বাঁশে বাঁধা জাল।

আষাঢ়ে বরিষা নামে, নদীতে আসে বান,
বানের জলে ভাসে, দুপারের দুই গ্রাম।
ভাদ্রমাসে ভরা নদী, নৌকায় পারাপার,
কাশফুলে ভরে ওঠে, নদীর দুই ধার।

আশ্বিনে দুর্গাপূজা, অকাল-বোধন।
নদীকূলে দুইধারে, পাখির কূজন।
পৌষ সংক্রান্তির মেলা, বসে নদীর ধারে,
টুসুর ভাসান হয়, ফুল মালা সহকারে।

নদীতটে মেলা বসে, হয় মহা ধূমধাম।
মেলার উত্সবে মাতে, ওপারের বহু গ্রাম।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।