আমি মানুষ হতে চাই
- সৈয়দ শরীফ - নাই ২০-০৪-২০২৪

' আমি মানুষ হতে চাই
-সৈয়দ শরীফ
.
আমি মানুষ হতে চাই;
একজন প্রকৃত চিন্তার মানুষ,
আমি পৃথিবী করতে চাই
একটি স্বর্গীয় সুখের ফানুস।
.
আমি উন্মাদ কৃপাণ হতে চাই;
টুটে দিতে চাই মানবতার বৈরী,
আমি মনুষের বন্ধু হতে চাই
মানুষের জন্যেই আছি আমি তৈরী।
.
আমি সত্যের পূজারী হয়ে
পূজিতে চাই সত্যের দেবতা,
আমি সত্যান্বেষী হয়ে
খুঁজিতে চাই আসল সততা।
.
আমি মনুষ্য প্রেমিক হয়ে
উড়াতে চাই মানবতার নিশান,
আমি মানবতায় অন্ধ হয়ে
বাজাতে চাই সুখ-শান্তির বিষাণ।
'
আমি মানব-ধর্মের ছাত্র হতে চাই
হতে চাইনা কোনো মহাশয়,
আমি পৃথিবীকে জানিয়ে দিতে চাই
শুধুই মানুষ আমার পরিচয়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Poet
১৩-০১-২০১৭ ১৩:২২ মিঃ

অসাধারণ