কেমন বাবা তুমি
- সাইদুর রহমান ১৯-০৪-২০২৪

কেমন বাবা তুমি, জন্ম নিলে ভুবনে
ঔরসজাত সন্তানের ছিলে বিশ্বাস
শুধু কি তাই, ছিলে স্বপন আশ্বাস
কে আর আপন তাদের এই কাননে ?

নিষ্ঠুর অপ্রেম, অন্তরে জানোয়ার শ্বাস
দিবে অখল প্রাণখানি মৃত্যু কোলে
করবে নিক্ষেপ গভীর অতল জলে
ষাট ফুট নীচে কচি হৃদয়ের অবিশ্বাস।

আহা সে কি মৃত্যু, ভয়েই তো অজ্ঞান
তারপর কি ? জলেতে শ্বাসরোধ
সরলতার শাস্তি পায় শিশু অবোধ
তুমি যে শয়তান বুঝে নাই নির্মল প্রাণ।

জগতে বিচার ওই ফাঁসি নয় কারারুদ্ধ
নয়ত মুক্তি আঙ্গুল ঘোরে পয়সায়
মত্ত আবার ঐ শকুন নৃত্য হাসায়
ঝরছে ফুল, বাড়ছে দিকে দিকে দূর্গন্ধ।

তবে এ সত্যি, বিধির কর্তৃত্ব ধরাধামে
পিশাচ তুমি পাবে না ছাড় দরবারে
গগন ফাটা চিৎকার পাবে সুবিচার
পাশবিক বর্বরতা দেখালে ছলনায় চুমে।

অহরহ কেন যে আজ বীভৎস হিংস্রতা
জবাই করে বাবাও, সোনালি কাল
উদ্ভট দুর্ভিক্ষ যেন মমতার আকাল
পশুর রাজ হতে, তবে কি দূরে নয় তা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।