প্রভুভক্ত কলম
- দেবজ্যোতিকাজল ২৮-০৩-২০২৪

সুবোধদা চৌত্রিশ বছর ভালছিলেন না ভাল না থাকায় , দাঁড়িটি চৌত্রিশ বছরের ঃ ※ সুবোধ'দা এখন ভাল আছেন । বুঝতে অসুবিধা হয় না , সুখেই আছেন ; তাই তো ! সুবোধ'দার কলম আর কাঁদে না রাত ঘুম জেগে দুঃস্বপ্ন দেখেনা কি হলো বলুন তো ! কি আশ্চার্য ব্যপার কলমটি'র কি তেঁতুল জলের জ্বর হল ? চৌত্রিশ বছর যে কলম কারণ খুঁজতো সে কলম , সুবোধ দা'কে আজ স্বস্তি , তৃপ্তি দিয়েছেন । : সুবোধদা'র কলম এখন শাসক দলের রক্ত চুক্ষু খায় ৬৪ জিবি'র লজ্জা পাওয়ায় কুকথার অপভ্রংশে ক্লীবমন তাড়ায় : তবু সুবোধদার কলম আর কারণ খুঁজে না : ঠাণ্ডা পকেটে সে কলম শীতঘুমে আচ্ছন্ন নির্বোধ বাচ্চাটির মত নির্লিপ্ত গৃহ পালিত পশুর মত শান্ত । প্রভু ভক্ত । :

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।