দান পত্র করে যাব
- দেবজ্যোতিকাজল ২৯-০৩-২০২৪

আমি সেই পথ দিয়ে হাঁটি , ভোগবাদী আমার পথের কাছে মায়াকান্না , দুঃখবাদী চিরপাপীদের মত ভোগকরি তপ্তক্লান্ত রাষ্ট্র আমার গণতন্ত্র সংসারটা পুরোপুরি অগণতান্ত্রিক স্কুলছুট শিশুর মত খেলা করি ভোঁ-কাট্টা বহুদিন যত্নে রাখা যেসব ধন শরীর , মন ,সেক্স ক্ষয় জনিত রোগে ভোগে মনে ভয় কখন হারায় ¦ আর্তসমার্পনটা সংসারে নয় , মনে- আলো জ্বেলে জোনাকি হয়ে গেছে কবে বুঝিনি | দিতে দিতে সবটুকুই তলানিতে ভাবছি দান পত্র করে রেখে যাব দু'হাত উপচে। |

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।