শপথ ভঙ্গ
- আবদুল্লা আল ফয়সাল - শপথ ভঙ্গ ২০-০৪-২০২৪

স্কুলের বেঞ্চে বসে শিক্ষাগুরুর কাছে করেছিলাম শপথ,
দেশের তরে জীবন রাখিব বাজি আসুক যত বিপদ।

সংসারের ভার, ভাত-কাপড় যোগাড়, পিতার মুখ আঁধারকালো,
শপথ নিলাম পিতা, যত আসুক বাধা, রাখিব তোমায় ভালো।

যৌবনকালে প্রেম উঁকি দিলে স্বপ্নের জাল বুনি,
জনম-জনম পাশে থাকিব প্রিয় এই শপথ করি।

সন্দ্বীপের মায়া ছেড়ে, শহরের ইট-পাথরে, সুখ খুঁজে ফিরি,
তিন শপথ করিতে পুরণ অফিস-আদালতে ঘুরি।

কর দিলাম ফাঁকি, কুলির মজুরী বাকি,কর্তার আনুগত্য করি,
দেশের শপথ ভুলে, পিতার শপথ বুকে তুলে, দিন-রাত মরি।

মায়ের কাছে শপথ করিলাম, প্রেমিকারে যাবো ভুলে,
প্রেমিকার কাছে শপথ করিলাম, মিলনে মজিবো তোর তরে।

প্রেমিকার শপথ স্বামীর তরে, মন-দেহ তোর সবি,
স্বামীর শপথ, হাশরের দিনে থাকিবে মোর দাবি।

আষাঢ়ের রাতে, প্রেম জয়ের পথে, একি সুখের ঢল!
আমি যখন গভীর সমুদ্রে, প্রেমিকার চোখে জল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

foisal1012
১৪-০৯-২০১৮ ১০:৩৩ মিঃ

আষাঢ়ের রাতে, প্রেম জয়ের পথে, একি সুখের ঢল!
আমি যখন গভীর সমুদ্রে, প্রেমিকার চোখে জল।

foisal1012
২৮-০৫-২০১৬ ০৯:১০ মিঃ

কর দিলাম ফাঁকি, কুলির মজুরী বাকি,কর্তার আনুগত্য করি,
দেশের শপথ ভুলে, পিতার শপথ বুকে তুলে, দিন-রাত মরি।