ব্লুফ্লীম
- দেবজ্যোতিকাজল ২৩-০৪-২০২৪

বিষ্টি , মেঘকে - আমি বিশ্বাস.করি না ; আমাকে দাঁড়িয়ে রেখে ভিজিয়ে- দেওয়া তার রোজকার ব্যস্ততা ঃ মাটি মরে গেছে কাঁদার নরমে মানুষের ছায়া , মেঘের মৃগনাভীতে একসা ; কতটুকু দিয়ে যাব , জানিনা , হিসেব করে পাবার সম্ভবনা কম , অন্তর্জলী প্রতীক্ষা স্বেচ্চাচারী চণ্ডাল- ঘাড়ের কাছে দাঁড়িয়ে ঃ বিশ্বাস নিয়ে , আত্মবিশ্বাস- ফিরানো যায় না , বুঝতে পারি ; গোপন মমিতে বুক পেতে জন্মান্তর খুঁজি ছায়ার গোলায় আলোর ভঙ্গুর আসে মন্দ , যায় ভাল ; নৈঋত বাড়িতে- মানুষের আত্মবিশ্বাস , শেষ দুপুর , বাস্তুসাপ খোলস ফেলে যা়য় মৃত্যুবাচক শব্দের পিঠে. ঃ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।