দুনিয়াটা হইলো তবোও নিন্দুকের কারখানা
- শাহিন আলম - দুনিয়াটা হইলো তবোও নিন্দুকের কারখানা ১৭-০৪-২০২৪

দুনিয়াটা হইলো তবোও নিন্দুকের কারখানা একই রক্তের জাতি করে নানান বাহানা নিন্দুক আমারে ছাড়তে পারে রইয়াছে সে জনম ভরে আমি ছাড়তে পারিনা দুনিয়াটা হইলো তবোও নিন্দুকের কারখানা নিন্দুক ছায়ার মতো পিছে লেগেই থাকে বলতে চলতে গেলে শুধুই পরিহাস ডাকে সবসময় সমালোচনার মাঝে থাকে নাইকো নিন্দুকের ঠিকানা দুনিয়াটা হইলো তবোও নিন্দুকের কারখানা নিন্দুক সমালোচনা করতে পারে অশেষ তাহার কথার জবাব নাহি দিবে শেষ সবাই শুনে রাখো নিন্দুক এক বিশেষ কাহারোও না থাকতে পারে জানা দুনিয়াটা হইলো তবোও নিন্দুকের কারখানা নিন্দুক ছাড়া মোর বড় কষ্ঠদায়ক বলতে কিছু পারিবেন মহান গুরু সাধক তাহার মধ্যে আমিই আটক আমি তা বলতে পারিনা দুনিয়াটা হইলো তবোও নিন্দুকের কারখানা নিন্দুক এতো নিম্নশ্রেণীর শব্দ তাহারে করা যায়না হাতে-নাতে জব্দ থাকে সে অদৃশ্য করিতে কিছু পারিবেন মহান গুরুসাধক উপলব্দ আমি উপলব্দ করতে পারিনা দুনিয়াটা হইলো তবোও নিন্দুকের কারখানা নিন্দুকের ভয়ে ভালো কিছু করা নাহি যায় বলতে গেলে বুকের সাহস দৌড়াইয়া পালায় মুখের কথা বলতে গেলে তৎমত খেয়ে যায় বলার সাহস আর জাগেনা দুনিয়াটা হইলো তবোও নিন্দুকের কারখানা

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

shahin50
০৫-০৬-২০১৭ ১৬:৪০ মিঃ

বড় ভাই ছোট ভাই হয়ে যা বুঝেছি তাই লিখেছি

almamun1996
০৮-০৩-২০১৭ ০৯:০৮ মিঃ

ভাই,,,কবি ,,,
নিন্দুক আছে তাই ভাল জিনিসের কদর সবার কাছে
পৌছে,,,নিন্দুক না থাকলে ভুল টা ধরিয়ে দিবে কে??

তাই নিন্দুক ও সমাজে দরকার ,,,তারাও উপকারি প্রাণির
মতই।।।

MOTALEB
০৮-০৩-২০১৭ ০০:০০ মিঃ

Valo Likhecho, Agamite Aro Valo Lekha Tomar Kach Theke Beriye Asuk Ai Prottashay.

shahin50
২৯-০৭-২০১৬ ০৫:৪৯ মিঃ

ভাইয়া-আপুরা কেমন লাগলো প্রোস্টটি জানাবেন কিন্তু