তোমার মহিমা কীর্তন
- মুহাম্মদ হেলাল উদ্দিন ১৯-০৪-২০২৪

অজস্র মহিমা তোমার, বাংলাদেশ

হাজার বছরের ঐতিহ্যের ভূমি

পূর্বপুরুষদের অম্লান স্মৃতি চুমি

বক্ষে তব এঁকেছ কোটি বাঙ্গালির পদচিহ্ন ।

পিতা - পিতামহ - পূর্বপুরুষদের

তোমার জন্য স্তুতি, বাংলাদেশ কোটি কোটি অন্তরের নয়নের তারা তুমি; বঙ্গবন্ধুর হস্তে স্হাপিত আবেগ - জড়িত স্বাধীনতা, আর অজস্র কর্মীর সাধনায় গড়া অমৃত ভূমি । পল্লী কবির বঙ্গ ভূমির অসংখ্য কবিতা অজস্র শ্রোতার হ্রদয় জাগানো ভাটিয়ালী গান হারানো দিনের মনোবেদনার তান বিশ্বের বুকে মহান গৌরবের শান ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।