নেইল পলিশ
- মুহা. মোতালেব হোসেন - শ্রেষ্ঠের সন্ধানে সুন্দরের পূজারী ২৫-০৪-২০২৪

জোসনা রাত, হালকা শীতের কুয়াশা রুপালী প্রকৃতি...। বাতাসে মৌরি ফুলের ঘ্রাণ তবু মন ভাল নেই, ঘুম নেই চোখে সপ্নহীন হৃদয় নিয়ে ভাবছি তোমাকে- বসে আছি নির্জন ধরলার তীরে...। যার ভালবাসাতে আমার পুরুষ হৃদয় সিক্ত হবার কথা ছিল গহিন অরণ্যে হারিয়ে যাওয়ার সপ্ন ছিল বাহু-বেষ্টনে । অথচ... সেই সপ্ন আজ তীর ভাঙ্গা নদীর ঢেউ মনে হয় তার ভেতরে কোনো ভালবাসা নেই অনুরণ নেই প্রেমের প্রত্যাশার । তবুও... হৃদয় কোণে অনূভূতি জাগে সব অভিমান ভূলে আসবে ফিরে এলোমেলো কথা ভাবতে ভাবতে দুচোখের অশ্রু পড়ে । হঠাত পিছন থেকে কে যেন গায়ে হাত দিলো মনে হল হাতটি সোহাগে পরিপূর্ণ তাই পিছন ফিরে দেখি...সেই অবুঝ অভিমানী মেয়েটি । যে আমাকে ভুল বুঝে ঘৃণা করে আরও কত্ত কি... কি আশ্চার্য... সে এখন আমার পাশে আমারই গায়ে তার দুহাত দিয়ে ... । দুবছর পূর্বে আমারই দেওয়া নেইল পলিশ তার দুহাতে । কি আশ্চার্য...! 2015ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 8টি মন্তব্য এসেছে।

abdullahmolla
১৭-০৩-২০২০ ১৯:৪৮ মিঃ

আপ্লুত হলাম, হে কবি।

almamun1996
০৬-০৩-২০১৭ ১৪:৩৬ মিঃ

ভাল।।।সুন্দর ,,,,

Sazzadlawru
২২-০৯-২০১৬ ২২:১১ মিঃ

সুন্দর।।। প্রেমিকের আকুতি প্রেমিকার আগমনে।।।

MOTALEB
২০-০৯-২০১৬ ২২:২০ মিঃ

অসীম ধন্যবাদ মহি, ..কাজল, শাহিন; ভাই

M2_mohi
২০-০৯-২০১৬ ১৩:২৫ মিঃ

অভিধেয় লেখাটা পড়ে ধন্য হলাম

shahin50
১৯-০৯-২০১৬ ১৩:৩৭ মিঃ

amer kobitay akber gure asbn plese kmn laglo ta janabn

debajyotikajal
১৮-০৯-২০১৬ ১৯:১৩ মিঃ

ভাল

MOTALEB
১০-০৯-২০১৬ ১৪:১৭ মিঃ

আমরা যতটা পারি সবার কবিতায় মন্তব্য করবো । আমাদের মাঝ থেকেই তো বেড়িয়ে আসবে আগামী দিনের সম্ভানাময় কবি । সবার প্রতি রইলো শুভ কামনা ।