সঙ্গীত
- আব্দুল আহাদ ২৩-০৪-২০২৪

মেঘলা আকাশে রঙিন আলোতে, 
গুনগুন গুঞ্জনে মিশে কার মহিমা ওরে ।
বসন্ত সুবাশে কলরব কল্লুলে তোমার মহিমার ধনি,
পাক-পাখালির মধুর শুরে কার ডাক শুনি।
মরন বৃক্ষে প্রান ফিরিয়ে দায় বসন্ত ফাল্গুনে,
সুবাস ছড়িয়ে দায় ভুবন জুড়ে ।
“হে রব আমি কাহার প্রশংসা করিতে পারি তোমারে ছাড়ি 
তুমি যে মহিমাময়ী রাহমান মেহেরবান জগতস্বামী”

মরন নদে তরতর জলে মাছের কোলাহল ।
মাটে-ঘাটে কৃট প্রতঙ্গের মেলা,.
সৃজিলে মহারুপি মহানিরুপন ।
আকা বাকা নদের স্রুতে ঘূর্ণয়মান শপলার পাপড়ি,
কলকল কলতান কার গান গাহে ।
নিখিল রাতের আদারে কাহার তরে,
সিজদা করে মখলুকাত তামাম।
“হে রব আমি কাহার প্রশংসা করিতে পারি তোমারে ছাড়ি 
তুমি যে মহিমাময়ী রাহমান মেহেরবান জগতস্বামী”

নিখিল সাগরের বুকে সবুজের হাতছানি,
তরঙ্গ ঢেউয়ের তরে লুনা মিষ্টি যার যার তরে।
একই দাম্পত্যে লেংড়া লুলা সাদা কালা অভিন্ন্য
একই রক্তে মাংশে কেহ রাজা কেহ প্রজা
কেহ জ্ঞানী-গুনী মূর্খ সর্বদা ।
রব তোমার প্রেমলীলা কে বুঝিবে ভুবনে !
চুখ যে দিকে থাকায় কেবল তোমার গুনলীলা সকলে গায়
কন্ঠে বিধে শ্রেষ্টত্যের মহিমার সুমধুর আজানের ধনি ।
“হে রব আমি কাহার প্রশংসা করিতে পারি তুমারে ছাড়ি 
তুমি যে মহিমাময়ী রাহমান মেহেরবান জগতস্বামী”

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Naemahammed
১৬-১০-২০১৬ ২৩:২৯ মিঃ

চলো মনে জোর রেখে
পাবে দাম ফলাফলে....