কৃষ্ণ পক্ষে উঠে চাঁদ
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২৪-০৪-২০২৪

কৃষ্ণ পক্ষে উঠে চাঁদ সুনীল গগনে,
ভুলিতে না পারি রূপ হেরিয়া নয়নে।
কোটি কোটি তারা সবে করি ঝিকিমিকি,
দিঘি পাড়ে কেহ নাহি জ্বলিছে জোনাকি।

গাঁয়ের পথের বাঁকে কুকুরেরা সবে,
কেউ করে ঘেউ ঘেউ ছাড়ি উচ্চরবে।
মাঝরাতে মাঝে মাঝে ডাকিছে শৃগাল,
শ্মশানে জ্বলিছে চিতা, জাগে মহাকাল।

নিশুতি রাতে ঘুমায় গাঁয়ের মানুষ,
আমি একা জেগে থাকি হইয়া বেহুঁশ।
চিন্তায় কপালে ঝরে বিন্দু বিন্দু ঘাম,
রজনী প্রভাতে জেগে উঠে ধরাধাম।

প্রভাতে অরুণ রবি ছড়ায় কিরণ,
তরুশাখে পাখি সব করিছে কূজন।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।