দক্ষিণা চাই
- সাইফ রুদাদ ২৫-০৪-২০২৪

গুরুর পায়ে জল ঢেলে তার দক্ষিণা চাই,
মায়ের মুখে অন্ন দিয়ে তার দক্ষিণা চাই।

হ্যাঁ, আমার দক্ষিণা চাই ই চাই।

প্রভুর তরে মাথা দিয়ে তার দক্ষিণা চাই।
বাবার হাতে টাকা দিয়ে তার দক্ষিণা চাই।

হ্যাঁ, এমনি করে সকল থেকে দক্ষিণা চাই।

দক্ষিণা ছাড়া চলে কি জীবন,
তাই তো আমার দক্ষিণা চাই।

গুরুর পায়ে জল ঢেলে, নাম্বার নিল ফুপি,
মায়ের মুখে অন্ন দিয়ে, জমি নিল ভাই।
প্রভুর তরে মাথা দিয়ে, স্বর্গ নিল ধার্মিক।

দাদা ভোগে কঠিন রোগে,
বাবা দেয় টাকা।
অবশেষে বাবা চায় দক্ষিণা।

"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিশ শিখছি দিবারাত্র"।

শিখছি হরেক কিছু, শিখছি কতো কি না
সবার মতো এও শিখছি, আমারও চাই দক্ষিণা।


৩১ অক্টোবর ২০১৬ খ্রি.
তালুকদার বাড়ি, রাজগঞ্চ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।