শীতের সকালে দেখো আজি
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২৫-০৪-২০২৪

শীতের সকালে দেখো আজি
কুয়াশায় ঢেকে গেছে আকাশ,
বন্ধ হয়ে গেছে রেল চলাচল
রেলযাত্রীরা ছাড়িছে দীর্ঘশ্বাস।

শীতের সকালে দেখো আজি
লেপ গায়ে শুয়ে আছে সবাই,
ঘন কুয়াশায় ঘিরেছে চারিদিক
সূর্যের মুখ কভু না দেখা যায়।

ভীষণ শীত জলে ওঠে ধোঁয়া
মরাল মরালী চলে পায় পায়,
ঘাটে বসে মেয়ে মাজিছে ঘটি
গ্রাম্যবধূ জল নিয়ে ঘরে যায়।

ধীরে ধীরে কুয়াশা যায় কেটে,
নীল গগনে প্রভাত-সূর্য ওঠে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।