বহিছে মৃত্যুর চোখে জল
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২৪-০৪-২০২৪

বহিছে মৃত্যুর চোখে জল অনিবার,
পিতামাতা ভাইবন্ধু বল কেবা কার?
সংসার ভেসে যায় মরে যদি কেহ ,
শ্মশানেতে ছাই করে মরা মৃতদেহ।

বহিছে মৃত্যুর চোখে জল দেখ চেয়ে,
ক্ষুধায় অতিষ্ঠ প্রাণ কাঁদে ছেলেমেয়ে।
ঘরে নাই চাল তাই কাটে অনাহারে,
বিধবা মায়ের দুই চোখে জল ঝরে।

অভিমানে চলে গেছে চিরদিন তরে,
আসিবে না ফিরে আর ভুবন মাঝারে।
জন্ম মৃত্যু সব কিছু বিধাতার খেলা,
খালি হাতে আসে যায় ফিরিবার বেলা।

অবিরত লহ নাম, নাহিক বিরাম,
ভজ নাম কৃষ্ণ নাম, জপ অবিরাম।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।