রাখাল বালক বাজায় বাঁশী
- সুদীপ্ত সরকার ১৮-০৪-২০২৪

নদীর ধারে বসে বসে ৷
রাখাল বালক হেসে হেসে ৷
বাজায় বাঁশী মধুর সুরে ৷
টানটি আনে করুণ করে ৷

গোরুর পাল শুনতে থাকে ৷
লাগলে ভালো 'হাম্বা' ডাকে ৷
শুনে রাখাল খুশিতে হারায় ৷
নিত্যানন্দে আবার বাঁশী বাজায় ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।