আমার গাঁয়ে তাল পুকুরের ঘাটে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২৯-০৩-২০২৪

আমার গাঁয়ে তালপুকুরের ঘাটে,
রাজহাঁসেরা সেথায় সাঁতার কাটে।
পূবদিকে তার কাঁকনতলার মাঠ,
গাঁয়ের উত্তরে অজয় নদীর ঘাট।

বধূরা যায় ঘোমটা মাথায় দিয়ে,
জল নিতে কলসী কাঁখে নিয়ে।
রাঙা মাটির পথ গিয়েছে চলে,
মাঠে মাঠে সোনার ফসল ফলে।

আমার গাঁয়ে চণ্ডীতলার বাঁয়ে,
বকেরা ওড়ে আকাশের গায়ে।
পথের দুধারে বাঁশগাছের বন,
বন পেরিয়ে শ্মশানঘাট নির্জন।

বিকেল বেলায় সূর্যি বসে পাটে,
আমার গাঁয়ে তালপুকুরের ঘাটে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

pijush-kanti-das
১৩-০১-২০১৭ ০৯:৫৬ মিঃ

গাঁয়ের উত্তরে অজয় নদীর ঘাট
না করে
উত্তরে তার অজয় নদীর ঘাট
করলে তাল ও মাত্রার ঠিক থাকে মনে হয় ।